গোপালগঞ্জে বিএনপির পথসভা

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২২:০০
ছবি : বাসস

গোপালগঞ্জ, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানী) নির্বাচনী এলাকায় বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এ শোভাযাত্রা ও পথসভায় নেতৃত্ব দেন।

আজ শনিবার সকাল ১০টায় মুকসুদপুর উপজেলার বরইতলা থেকে এ কর্মসূচি শুরু হয়ে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা চলাকালে মুকসুদপুর কলেজ মোড় পথসভা করে। পরে কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে পথসভা করে কর্মসূচি শেষ হয়।

এ সময় জেলা ও দুই উপজেলার প্রায় ৩ হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

পথসভাগুলোতে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বক্তব্য রাখেন এবং তার নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দেন। তিনি ভোটারদের কাছে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ূন কবীর, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মাহসিন খিপু মিয়া, কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক মো. আশিক মুন্সি, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিউর রহমান রনি, যুগ্ম আহ্বায়ক হাজী মনির, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মুন্সি, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা, কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোহিঙ্গা সংকটকে আলোচনার কেন্দ্রে রাখতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান
তরুণদের স্বপ্ন দেখালো খুলনার ‘এলিভেটপে বিটপা কনফারেন্স’
পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
পিরোজপুরের ১৩ জেলে ভারতের কারাগারে : দেশে ফিরিয়ে আনার আকুতি স্বজনদের
বিজিএমইএ’র ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কুয়াকাটায় প্লাস্টিক বর্জ্য রোধে সচেতনতা সেমিনার
পটুয়াখালীতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন
১০ টাকায় মামলা, ২৮ দিনে নিষ্পত্তি : সুযোগ পাচ্ছে দরিদ্র ও প্রান্তিক জনগণ
আদাবরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৫
১০