দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশি : মীর হেলাল

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে কেউ সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, শহীদ জিয়ার দর্শন অনুযায়ী আমরা সবাই গর্বিত বাংলাদেশি। এই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল।

আজ শনিবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরে পার্বতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাটহাজারী পূজা উদযাপন পরিষদ এ সভার আয়োজন করে।

মীর হেলাল বলেন, দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ নানা কায়দায় সাম্প্রদায়িক নানা খেলা খেলে ফায়দা হাসিল করেছিল। দুর্গাপূজার সময় অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নিতে পারে। দলীয় নেতাকর্মী ও সনাতন সম্প্রদায়ের সবাইকে সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানাই। এই অপশক্তিকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।

হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অশোক কুমার নাথের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মোহম্মদ সেলিম, আইয়ুব খান, পৌরসভা কমিটির সদস্য সচিব অহিদুল আলম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুস শুক্কুর। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোহিঙ্গা সংকটকে আলোচনার কেন্দ্রে রাখতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান
তরুণদের স্বপ্ন দেখালো খুলনার ‘এলিভেটপে বিটপা কনফারেন্স’
পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
পিরোজপুরের ১৩ জেলে ভারতের কারাগারে : দেশে ফিরিয়ে আনার আকুতি স্বজনদের
বিজিএমইএ’র ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কুয়াকাটায় প্লাস্টিক বর্জ্য রোধে সচেতনতা সেমিনার
পটুয়াখালীতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন
১০ টাকায় মামলা, ২৮ দিনে নিষ্পত্তি : সুযোগ পাচ্ছে দরিদ্র ও প্রান্তিক জনগণ
আদাবরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৫
১০