মাগুরায় ঐতিহ্যবাহী লাঠিখেলা উৎসবে দর্শকদের উপচে পড়া ভিড়

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৬
ছবি : বাসস

মাগুরা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে  মাগুরার শালিখা উপজেলার তালখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো বর্ণিল লাঠিখেলা উৎসব।

এ উৎসবে মাগুরা, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে আসা চারটি দল অংশ নেয়। সুসজ্জিত লাঠিয়ালদের কৌশলী লাঠি চালনা মুগ্ধ করে হাজারো দর্শককে। উৎসবকে ঘিরে মাঠের চারপাশে বসেছে বাহারি দোকানের সারি, জমে ওঠে গ্রামীণ মেলা।

তালখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া জানায়, মায়ের সঙ্গে প্রথমবার লাঠিখেলা দেখতে এসে খুব ভালো লেগেছে। ঢোলের তালে লাঠিয়ালদের নাচ এবং লাঠির আঘাত পাল্টা আঘাতের দৃশ্য তাকে মুগ্ধ করেছে। 

শালিখা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ বলেন, শত বছরের ঐতিহ্য ধরে রাখতে লাঠিখেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, প্রতিযোগিতায় প্রতিটি লাঠিয়াল একদিকে নিজেকে বাঁচাতে সচেষ্ট, অন্যদিকে প্রতিপক্ষকে আঘাত করার জন্য মরিয়া হয়ে ওঠে, যা পুরো সময়জুড়ে দর্শকদের আবিষ্ট করে রাখে। এ উৎসবকে ঘিরে গ্রামীণ সংস্কৃতির মিলনমেলা তৈরি হয়, আত্মীয়স্বজনরা বাড়ি বাড়ি আসেন, আর এলাকার মানুষ নতুন উদ্দীপনায় জেগে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদারসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০