কুয়েটে ড. এম এ রশীদ হলের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৮
ছবি : বাসস

খুলনা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ড. এম এ রশীদ হলের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ড. এম. এ. রশীদ হলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট-এর উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। হল প্রভোস্ট প্রফেসর ড. মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি এম ইকরামুল হক।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অতিথিবৃন্দ নবীনদের শিক্ষা ও পেশাগত জীবনে সফলতা কামনা করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ড. এম এ রশীদ হলের সহকারী প্রভোস্টগণ, হলের কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান নবীনদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়, আর বিদায়ী শিক্ষার্থীদের জন্য ছিল এক আবেগঘন মুহূর্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০