পটুয়াখালীতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৫
ছবি : বাসস

পটুয়াখালী, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও কর্ম নিয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

আজ শনিবার রাত সাড়ে ৮টার সময় স্থানীয় রিকশা স্ট্যান্ডে উপজেলা বিএনপির সর্বকনিষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিনের উদ্যোগে এ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এই প্রমাণ্য চিত্র সকল শ্রেণি পেশার লোকজন উপভোগ করেন।

এ বিষয়ে বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন কর্ম নিয়ে প্রজেক্টেরের মাধ্যমে এ প্রামাণ্যচিত্র উপজেলার বিভিন্ন জনপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে।’

তিনি বলেন, বিএনপির গৌরবের ইতিহাস দেশ ও জাতির সামনে তুলে ধরাই আমার মুল উদ্দেশ্য। বিগত ১৭ বছর দেশের ছাত্র জনতার কাছে স্বৈরাচারী হাসিনা সরকার বিএনপির ও বাংলাদেশের প্রকৃত ইতিহাস আড়াল করে রেখেছিলো। কিন্তু প্রকৃত ইতিহাস জানার অধিকার আছে দেশের সবার।

সচেতন মহল বিএনপি নেতার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০