পটুয়াখালীতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৫
ছবি : বাসস

পটুয়াখালী, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও কর্ম নিয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

আজ শনিবার রাত সাড়ে ৮টার সময় স্থানীয় রিকশা স্ট্যান্ডে উপজেলা বিএনপির সর্বকনিষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিনের উদ্যোগে এ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এই প্রমাণ্য চিত্র সকল শ্রেণি পেশার লোকজন উপভোগ করেন।

এ বিষয়ে বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন কর্ম নিয়ে প্রজেক্টেরের মাধ্যমে এ প্রামাণ্যচিত্র উপজেলার বিভিন্ন জনপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে।’

তিনি বলেন, বিএনপির গৌরবের ইতিহাস দেশ ও জাতির সামনে তুলে ধরাই আমার মুল উদ্দেশ্য। বিগত ১৭ বছর দেশের ছাত্র জনতার কাছে স্বৈরাচারী হাসিনা সরকার বিএনপির ও বাংলাদেশের প্রকৃত ইতিহাস আড়াল করে রেখেছিলো। কিন্তু প্রকৃত ইতিহাস জানার অধিকার আছে দেশের সবার।

সচেতন মহল বিএনপি নেতার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০