দিনাজপুর, ২১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ১৩ টি উপজেলায় একহাজার ২৭৫টি দুর্গাপুজা মণ্ডপে বিতরণের জন্য ৬৩৭ মেট্রিক টন পাঁচশ’ কেজি চাল বরাদ্দ করা হয়েছে।
আজ দুপুরে দিনাজপুরের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলেন, আজ রোববার সকাল থেকে জেলার ১৩ টি উপজেলায় বরাদ্দকৃত চাল সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের মাধ্যমে বিতরণ শুরু হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বরাদ্দকৃত চাল পূজা মন্ডপগুলোতে বিতরণ কার্যক্রম শেষ করা হবে।
তিনি জানান, জেলার সদর উপজেলায় ১৬২ টি মন্ডপে ৮১ মেট্রিক টন, বিরলে ৯৮টি মন্ডপে ৪৯ টন, পার্বতীপুরে ১৬১ টি মন্ডপে ৮০ টন পাঁচশ’ কেজি, ফুলবাড়ীতে ৫৯ টি মন্ডপে ২৯ টন পাঁচশ’ কেজি, চিরিরবন্দরে ১৫৬ টি মন্ডপে ৭৮ টন, বোচাগঞ্জে ৭৮ টি মন্ডপে ৩৯ টন, খানসামায় ১৩৬ টি মন্ডপে ৬৮ টন, হাকিমপুরে ২০ টি মন্ডপে ১০ টন, বীরগঞ্জে ১৬৩ টি মন্ডপে ৮১ টন পাঁচশ’ কেজি, বিরামপুরে ৪১ টি মন্ডপে ২০ টন পাঁচশ’ কেজি, নবাবগঞ্জে ৬৭ টি মন্ডপে ৩৩ টন পাঁচশ’ কেজি, কাহারোলে ৯৪ টি মন্ডপে ৪৭ টন এবং ঘোড়াঘাট উপজেলার ৪০টি মন্ডপে ২০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
দিনাজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু জানান, এবারে জেলায় একহাজার ২৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। এবারে সরকারিভাবে প্রত্যেক পূজা মন্ডপে পাঁচশ’ কেজি করে মোট ৬৩৭ মেট্রিক টন পাঁচশ’ কেজি চাল বরাদ্দ করা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে জেলা প্রশাসন ও পুলিশ- এর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।