শরণখোলায় চালু হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০ আপডেট: : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একটি উপ-আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে করে এখন থেকে উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা আরও সহজলভ্য ও সময়োপযোগী হলো।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষা প্রসারে বাউবি নিরলসভাবে কাজ করছে। আধুনিক পাঠ্যক্রম, কারিগরি ও ভকেশনাল শিক্ষা, তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। ইতোমধ্যে অনেক প্রোগ্রামের ফি হ্রাস করা হয়েছে, ধাপে ধাপে অন্য প্রোগ্রামের ফিও কমানো হবে যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও সমান সুযোগ পায়।

তিনি আরও বলেন, গাজীপুরে মূল ক্যাম্পাস ছাড়াও বাউবি বর্তমানে দেশের ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বন্ধ থাকা শরণখোলা উপ-আঞ্চলিক কেন্দ্র পুনরায় চালু হওয়ায় এখানকার মানুষের জন্য শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হলো।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনের সভাপতিত্বে এবং  রেজিস্টার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (পুলিশ) শেখ জয়েনুদ্দিন, বাউবি ট্রেজারার ও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০