শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা 

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১
আজ শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা । ছবি : বাসস

শেরপুর, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
জেলা পুলিশের উদ্যোগে রোববার দুপুর ১২টায় জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। 

পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ ও কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া সুবিধা-অসুবিধা এবং সমস্যাগুলো বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

এছাড়া সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমুখী পুলিশিং এর উপর জোর দেওয়া হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান পুলিশ সুপার আমিনুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম, মেডিকেল অফিসার 
ডা. শিবলী সামিউল তুষার, পাঁচ থানার অফিসার ইনচার্জ, জেলার সকল ফাঁড়ি, তদন্দকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০