জয়পুরহাট, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের উদ্যোগে ৪দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
আজ রোববার সকালে ব্রিটিশ রেডক্রস এর সহায়তায় রেডক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের আয়োজনে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ৪দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক, কার্য্যনির্বাহী সদস্য ওমর আলী বাবু, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার শেখ আরিফুর রহমান, ট্রেইনার জিয়াউল হক, রিয়াজুল হাসান, যুব প্রধান আরাফাত হোসেন প্রমুখ। কর্মশালায় জেলার ২৫ জন যুবক-যুবতী অংশ নেয়।