চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১১

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৮

চট্টগ্রাম, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বেআইনিভাবে সংগঠিত হয়ে নগরীতে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১১ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ আজ রোববার বিষয়টি নিশ্চিত করে  বলেন, শুক্রবার রাত ও শনিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমরানুল হক রোমান (৪৩), মো. আনোয়ার হোসেন (৩৮), মো. মিজানুর রহমান রিয়াজ(৩২), আবু তৈয়ব রাসেল(৪২), শওকত আলী রনি (৪৮), আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), সাজ্জাদ (১৮), সাব্বির হোসন শাওন (৩০), হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মো. সাইদুল ইসলাম (২৮), হাজি মো. নুরুল হুদা (৫৭)।

পুলিশ জানায়,‘শুক্রবার জুমার নামাজের পর বেপারীপাড়া এক্সেস রোডে বেশ কিছু নেতাকর্মী সরকারবিরোধী নানা স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কয়েক সেকেন্ডের ঝটিকা মিছিল করে পালিয়ে যায়। পরে শুক্রবার রাত ও শনিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি বাবুল আজাদ জানান, এ ঘটনায় ডবলমুরিং থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০