চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১১

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৮

চট্টগ্রাম, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বেআইনিভাবে সংগঠিত হয়ে নগরীতে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১১ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ আজ রোববার বিষয়টি নিশ্চিত করে  বলেন, শুক্রবার রাত ও শনিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমরানুল হক রোমান (৪৩), মো. আনোয়ার হোসেন (৩৮), মো. মিজানুর রহমান রিয়াজ(৩২), আবু তৈয়ব রাসেল(৪২), শওকত আলী রনি (৪৮), আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), সাজ্জাদ (১৮), সাব্বির হোসন শাওন (৩০), হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মো. সাইদুল ইসলাম (২৮), হাজি মো. নুরুল হুদা (৫৭)।

পুলিশ জানায়,‘শুক্রবার জুমার নামাজের পর বেপারীপাড়া এক্সেস রোডে বেশ কিছু নেতাকর্মী সরকারবিরোধী নানা স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কয়েক সেকেন্ডের ঝটিকা মিছিল করে পালিয়ে যায়। পরে শুক্রবার রাত ও শনিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি বাবুল আজাদ জানান, এ ঘটনায় ডবলমুরিং থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-বেইজিংয়ের বন্ধুত্ব শক্তিশালী করতে তরুণদের আহ্বান জানালেন চীনা রাষ্ট্রদূত
মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব
এটিইও নিয়োগ : এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬১৪ জন
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া 
মির্জা ফখরুলের সঙ্গে ক্যাথেরিন সিসিলের সৌজন্য সাক্ষাৎ
সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হচ্ছে মিথ্যার সঙ্গে লড়াই করা : কাদের গনি চৌধুরী
এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনে নিষ্পত্তির নির্দেশ ইসির
বুধবার থেকে পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিয়ে কর্মশালা
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট 
১০