নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে শেষ সময়ের প্রস্তুতি 

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫০
নেত্রকোণায় চলছে শেষ সময়ের প্রস্তুতি । ছবি : বাসস

-তানভীর হায়াত খান- 

নেত্রকোণা, ২১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা ব্যাপী চলছে শেষ সময়ের প্রস্তুতি। পূজামন্ডপ গুলোতে রং-তুলি হাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

এ বছর জেলার দশটি উপজেলার মোট ৫১৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে নেত্রকোণা পৌরসভায় ৫৮ টি ও সদর উপজেলায় ৫৬ টি, বারহাট্টায় ৫২ টি, কেন্দুয়ায় ৪২ টি, আটপাড়ায় ৩৮ টি, কলমাকান্দায় ৫৬ টি, দুর্গাপুরে ৬২ টি, পূর্বধলায় ৫৯ টি, মোহনগঞ্জে ৩৮ টি, মদনে ১৬ টি এবং খালিয়াজুরী উপজেলায়  ৩৮ টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবার গতবছরের তুলনায় পূজামন্ডপের সংখ্যা বাড়ছে ৪৯ টি।  উৎসব নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা বলয়ে প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

নেত্রকোণা শহরের ১৩০ বছরের পুরনো সাতপাইয়ের লাবন্য মাস্টার বাড়ির ‘লাবন্য কুটির’ মন্ডপ। এ মন্ডপের আয়োজক দোলন কুমার সরকার জানান, এবার হাতিতে এসে দোলায় চড়ে কৈলাসে ফিরবেন দেবী দূর্গা।  

পূজার প্রস্তুতি শেষ পর্যায়ে উল্লেখ করে তিনি জানান, প্রায় ১৩০ বছর ধরে তারা দুর্গাপূজার আয়োজন করছেন। 

অসাম্প্রদায়িক এ জেলায় সকল ধর্মের- বর্ণের মানুষের সমাগম হয় এ উৎসবে।

জেলা শহরের সাতপাই সার্বজনীন মন্দিরের আয়োজক উৎপল ভট্টাচায্য জানান, নিরাপত্তার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা থাকবেন। সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। 

জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক লিটন পন্ডিত জানান, গতবছর জেলায় ১০ উপজেলায় ৪৬৫ টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হলেও এবার জেলায় ৫১৫ টি মন্ডপে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেক ভালো।

তিনি জানান, ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ২ অক্টোবর দশমীর মাধ্যমে ৫ দিনব্যাপী এ উৎসব শেষ হবে।

জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, শারদীয় দুগার্পূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টসহ জেলার দশটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এবং সনাতন ধমার্বলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের পক্ষ থেকে উৎসব উদযাপনে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন। 

নেত্রকোণার জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, শারদীয় দুগার্পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইতোমধ্যে আইনশৃংঙ্খলা বাহিনীসহ সকল মণ্ডপ ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে জেলা ও উপজেলায় আলোচনা সভা করা হয়েছে। সকল ধর্মের মানুষ সুন্দর পরিবেশে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব
এটিইও নিয়োগ : এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬১৪ জন
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া 
মির্জা ফখরুলের সঙ্গে ক্যাথেরিন সিসিলের সৌজন্য সাক্ষাৎ
সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হচ্ছে মিথ্যার সঙ্গে লড়াই করা : কাদের গনি চৌধুরী
এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনে নিষ্পত্তির নির্দেশ ইসির
বুধবার থেকে পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিয়ে কর্মশালা
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট 
ঝিনাইদহে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
১০