ঝালকাঠিতে কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৭
বুধবার ঝালকাঠি সদরে কৃষকদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ করা হয়। ছবি : বাসস

ঝালকাঠি, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠি সদরে কৃষকদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে   প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার আলী আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য ৩৭৫ জন কৃষককে ৭ ধরনের সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৬৩৫ জন কৃষককে বীজসহ সার ও বীজ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১১০ জন কৃষককে লাউ, ১৭৫ জনকে মিষ্টিকুমড়া, ১৭৫ জনকে বেগুন এবং ১৭৫ জনকে শসার বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০   কেজি এমওপি সার দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে। ঝালকাঠি সদরের কৃষি হবে আরও গতিশীল ও উন্নত।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের শাকসবজি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেট্রোরেলের কামালাপুর অংশের নির্মাণ অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে
ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
বিজিএমইএ এবং আইএমএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত
গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির ন্যায্য বণ্টন দাবি 
দশ বছর পূর্তিতে ১৪ নভেম্বর সমাবেশ ও মাথাল র‌্যালি করবে গণসংহতি আন্দোলন
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
১০