সিলেট, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে সিলেটের গোয়াইনঘাটে মতবিনিময় সভা করেছে বিএনপি।
দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সনাতন সম্প্রদায়ের নেতা, উপজেলার ৪০টি মন্দিরের প্রতিনিধি, ১৩টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী।
সভায় বক্তৃতা দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
এ সময় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।