চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি করায় জরিমানা

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২
বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ভেজাল সার বিক্রি ও মজুদ করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ভেজাল সার বিক্রি ও মজুদ করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ায় অভিযান পরিচালিত হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার ও বীজের দোকান তদারকি করা হয়। 

এ সময় ভেজাল সার বিক্রি ও মজুদ করার দায়ে কামরুল হাসানের প্রতিষ্ঠান মেসার্স কামরুল ট্রেডার্সকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগেও এ প্রতিষ্ঠানের গুদাম থেকে ৮ বস্তা নকল বাংলা টিএসপি সার জব্দ করা হয়। এ সময় বাজারে অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে সারের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক ক্রয়-বিক্রয়ে রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ, মানহীন বীজ ও সার বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
১০