চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি করায় জরিমানা

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২
বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ভেজাল সার বিক্রি ও মজুদ করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ভেজাল সার বিক্রি ও মজুদ করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ায় অভিযান পরিচালিত হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার ও বীজের দোকান তদারকি করা হয়। 

এ সময় ভেজাল সার বিক্রি ও মজুদ করার দায়ে কামরুল হাসানের প্রতিষ্ঠান মেসার্স কামরুল ট্রেডার্সকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগেও এ প্রতিষ্ঠানের গুদাম থেকে ৮ বস্তা নকল বাংলা টিএসপি সার জব্দ করা হয়। এ সময় বাজারে অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে সারের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক ক্রয়-বিক্রয়ে রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ, মানহীন বীজ ও সার বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সারসহ দুইজন চারদিনের রিমান্ডে
হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ৬ মামলার রায় নভেম্বরে : দুদক চেয়ারম্যান
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে : র‌্যাব মহাপরিচালক
মিরপুরে নারিকেল গাছে আটকে পড়া বিড়াল ৪৮ ঘণ্টা পরে উদ্ধার
রেলওয়ে পুলিশের সকল থানায় কাল থেকে অনলাইন জিডি চালু 
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা
ফেনীতে বেড়েছে পুজামণ্ডপ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক
পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা
১০