চট্টগ্রাম উত্তর (ফটিকছড়ি), ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে।
আটক যুবক আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল হালিম প্রকাশ ইমন।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলার খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জো অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে ইমনের বাড়ি থেকে ১টি রাইফেল, ৩টি এ্যামুনেশন, পিস্তলের ৬টি এ্যামুনেশন, ৭টি কার্তুজ, ১১টি ব্যাংক কার্তুজ, ১৬টি মোবাইল, ১টি চাইনিজ কুড়াল, দুটি পাহাড়ি দা, ৭টি চাকু, ১টি চেইন ও মাদক জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদক খিরাম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমানের মাধ্যমে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে। আসামি ইমন বর্তমানে লক্ষ্মীছড়ি জোনের ক্যাম্পে সেনা হেফাজতে আছে।
তথ্য নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।