খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি'র মতবিনিময় 

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৯
আজ খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি'র মতবিনিময় । ছবি : বাসস

খাগড়াছড়ি, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিএনপি’র আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

খাগড়াছড়ি জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা ও আবু তালেব ও সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি আশিষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক নির্মল দেব, খাগড়াছড়ি রাস মহোৎসব উদযাপন কমিটির সভাপতি সাধন দে, খাগড়াছড়ি কেন্দ্রীয় কালী মন্দিরে সাধারণ সম্পাদক সাধন চন্দ্র পাল প্রমুখ। 

প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ে যে ধর্মের উসব হোক না কেনো আমরা সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করি। খাগড়াছড়ি জেলা বিএনপি বিগত বছরগুলোয় বিভিন্ন ধর্মীয় উৎসবে একাত্মতা প্রকাশ করে আসছে। বিএনপি শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অসাম্প্রদায়িক একটি পাহাড় গড়তে বিএনপি কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার 
ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : ফরিদা আখতার
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আগামীকাল
গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশ, ১১ যুবক থানায় সোপর্দ
রোববার থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ
খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
১০