খাগড়াছড়ি, ২৪ সেপ্টম্বর, ২০২৫ (বাসস) : খাগড়াছড়ি পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন ও জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি পৌর সম্মেলন কক্ষে পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা'র সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান (সদর সার্কেল), ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, পৌর সচিব পারভীন আক্তার খন্দকার, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ সচেতন নাগরিক ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ তাদের মুক্ত মতামত উপস্থাপন করেন।
পৌর শহরকে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আধুনিক পর্যটন নগরী খাগড়াছড়িকে পর্যটক বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানান বক্তারা।