সিরাজগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
মঙ্গলবার দিবাগত রাতে কামারখন্দ থানাধীন ভারাঙ্গা সাকিনস্থ পাঁকা রাস্তার উপর এ অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইল এবং নগদ সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম সুইটের (৩৭) বাড়ি উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা গ্রামে।
র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার অতিরক্তি পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে কামারখন্দ থানা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।