হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান: ৩ জন আটক

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪
প্রতীকী ছবি

হবিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগমসহ তিনজনকে আটক করেছে।

আটক অপর দুইজন হলেন অফিসের নিরাপত্তা প্রহরী উসমান গনি এবং ঝাড়ুদার উমেশ পাল। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, বুধবার দুপুরে ও বিকেলে যৌথ বাহিনী প্রথমে অফিস-সংলগ্ন বিভিন্ন ট্রাভেলস অফিসে অভিযান চালায়। এ সময় কয়েকজন দালালকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অফিসের ভেতরে কারা দুর্নীতিতে জড়িত সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। পরে সন্ধ্যায় আবার অভিযান চালিয়ে অফিসের নারী কর্মী লতিফাসহ তিনজনকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘুষ দাবি ও হয়রানির কারণে ন্যায্য সেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সরাসরি অফিসে সেবা নিতে গেলে নানা অযুহাতে সময়ক্ষেপণ করা হয়, ফলে সাধারণ মানুষ শেষ পর্যন্ত বাধ্য হয়ে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে সেবা নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০