হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান: ৩ জন আটক

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪
প্রতীকী ছবি

হবিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগমসহ তিনজনকে আটক করেছে।

আটক অপর দুইজন হলেন অফিসের নিরাপত্তা প্রহরী উসমান গনি এবং ঝাড়ুদার উমেশ পাল। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, বুধবার দুপুরে ও বিকেলে যৌথ বাহিনী প্রথমে অফিস-সংলগ্ন বিভিন্ন ট্রাভেলস অফিসে অভিযান চালায়। এ সময় কয়েকজন দালালকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অফিসের ভেতরে কারা দুর্নীতিতে জড়িত সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। পরে সন্ধ্যায় আবার অভিযান চালিয়ে অফিসের নারী কর্মী লতিফাসহ তিনজনকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঘুষ দাবি ও হয়রানির কারণে ন্যায্য সেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সরাসরি অফিসে সেবা নিতে গেলে নানা অযুহাতে সময়ক্ষেপণ করা হয়, ফলে সাধারণ মানুষ শেষ পর্যন্ত বাধ্য হয়ে দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে সেবা নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটের স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আখ চাষ
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা
পূর্বাচলে ডিএমপির পুলিশ ব্যারাক উদ্বোধন
মেক্সিকাতে বন্যায় ৭০ জনের মৃত্যু; বন্যার্তদের সহায়তায় নেমেছে ন্যাশনাল গার্ড
জুলাই সনদ অতীতের যেকোনো বন্দোবস্তের চেয়ে স্বচ্ছ, সুগঠিত, সুনির্দিষ্ট : অ্যাটর্নি জেনারেল
ইতালিতে সাংবাদিকের গাড়িতে বোমা হামলা
মিয়ানমারে ‘পরিবর্তনের জন্য চাপ’ দিতে হবে আসিয়ানকে : ইইউ 
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই কাল থেকে সাইট ব্লক
বিষণ্নতায় আক্রান্ত কিশোর-কিশোরীদের প্রতি বাবা-মায়ের বেশি মনোযোগী হওয়া জরুরি
পিরোজপুরে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস
১০