দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি পৌর এলাকায় বিএনপির মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭
দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি পৌর এলাকায় বিএনপির মতবিনিময়। ছবি : বাসস

ঝালকাঠি, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঝালকাঠি পৌর এলাকার ১২টি মন্দিরের পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন গতকাল শহরের বার্গার ক্লাবে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন।

মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অসিম কুমার সাহা, সাধারণ সম্পাদক সাংবাদিক আলোক শাহাসহ পৌর এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া এতে অংশ নেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান এবং জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

সভায় জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন বলেন, তাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, ঝালকাঠি জেলার সব পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে পারে এবং সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় জেলি পুশকৃত ৩৮ মণ চিংড়ি ধ্বংস
বাগেরহাটের স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আখ চাষ
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা
পূর্বাচলে ডিএমপির পুলিশ ব্যারাক উদ্বোধন
মেক্সিকাতে বন্যায় ৭০ জনের মৃত্যু; বন্যার্তদের সহায়তায় নেমেছে ন্যাশনাল গার্ড
জুলাই সনদ অতীতের যেকোনো বন্দোবস্তের চেয়ে স্বচ্ছ, সুগঠিত, সুনির্দিষ্ট : অ্যাটর্নি জেনারেল
ইতালিতে সাংবাদিকের গাড়িতে বোমা হামলা
মিয়ানমারে ‘পরিবর্তনের জন্য চাপ’ দিতে হবে আসিয়ানকে : ইইউ 
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই কাল থেকে সাইট ব্লক
বিষণ্নতায় আক্রান্ত কিশোর-কিশোরীদের প্রতি বাবা-মায়ের বেশি মনোযোগী হওয়া জরুরি
১০