নারায়ণগঞ্জে ৮ লাখ শিশু পাবে টাইফয়েডের টিকা

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯
বুধবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে টাইফয়েড টিকাদানের বিষয়ে সচেতনতা তৈরিতে সাংবাদিকদের সঙ্গে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় নারায়ণগঞ্জে ৮ লাখ ১০ হাজার শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে।

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদানের বিষয়ে সচেতনতা তৈরিতে সাংবাদিকদের সঙ্গে দিনব্যাপী কর্মশালায় এ তথ্য জানানো হয়।  

বুধবার জেলা তথ্য অফিসে আয়োজনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক ফাহিমা জাহান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
কর্মশালায় জানানো হয়, ২০১৯ সালের এক স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। ৮ হাজার মানুষ মারা যায়। এর মধ্যে ৬৮ শতাংশই শিশু ছিল। তাই সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় নারায়ণগঞ্জে ৮ লক্ষ ১০ হাজার শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে। যার মধ্যে সিটি করপোরেশনে রয়েছে ২ লাখ ১৬ হাজার ১৪৬ জন।

সিটি করপোরেশনের বাহিরে পুরো জেলায় ৫ লাখ ৯৩ হাজার ৬৪৬ শিশুকে টিকাদান করা হবে। টিকার জন্য ১৭ ডিজিটের জন্ম সনদ নম্বর ব্যবহার করে ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান বলেন,  সারাদেশে প্রায় ৫ কোটি শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান শুরু হবে। নারায়ণগঞ্জের ২ হাজার ১৬৭টি স্কুলে টিকা দেওয়া হবে এবং অস্থায়ী টিকাদান  কেন্দ্র আছে ১হাজার ৫৬টি। এসব কেন্দ্রে দুই ধাপে ১৮ দিন ব্যাপী টিকা দেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটের স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আখ চাষ
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা
পূর্বাচলে ডিএমপির পুলিশ ব্যারাক উদ্বোধন
মেক্সিকাতে বন্যায় ৭০ জনের মৃত্যু; বন্যার্তদের সহায়তায় নেমেছে ন্যাশনাল গার্ড
জুলাই সনদ অতীতের যেকোনো বন্দোবস্তের চেয়ে স্বচ্ছ, সুগঠিত, সুনির্দিষ্ট : অ্যাটর্নি জেনারেল
ইতালিতে সাংবাদিকের গাড়িতে বোমা হামলা
মিয়ানমারে ‘পরিবর্তনের জন্য চাপ’ দিতে হবে আসিয়ানকে : ইইউ 
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই কাল থেকে সাইট ব্লক
বিষণ্নতায় আক্রান্ত কিশোর-কিশোরীদের প্রতি বাবা-মায়ের বেশি মনোযোগী হওয়া জরুরি
পিরোজপুরে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস
১০