ঝিনাইদহে মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৯
বৃহস্পতিবার জেলা শহরের কৃষ্ণনগরপাড়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঝিনাইদহে মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা শহরের কৃষ্ণনগরপাড়ার ওয়েলফেয়ার এফোর্টস (উই) সন্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা মানবাধিকার নেটওয়ার্কের সহসভাপতি এন এম শাহজালাল সভায় সভাপতিত্ব করেন। এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী টিপু সুলতান, কনসালটেন্ট সৈয়দ রোকন উদ্দীন, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ বিসিকের উপ-মহাব্যবস্থাপক সেলিনা রহমান, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন।

সভায় জেলায় সংঘটিত গত তিন মাসের অপরাধের পরিসংখ্যান তুলে ধরা হয়। পরবর্তীতে এ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন বক্তারা। এ সময় জেলার মানবাধিকার লঙ্ঘন ও তা থেকে উত্তরণের বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়ার পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় নিজেদের সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন অতিথি ও বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটের স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আখ চাষ
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা
পূর্বাচলে ডিএমপির পুলিশ ব্যারাক উদ্বোধন
মেক্সিকাতে বন্যায় ৭০ জনের মৃত্যু; বন্যার্তদের সহায়তায় নেমেছে ন্যাশনাল গার্ড
জুলাই সনদ অতীতের যেকোনো বন্দোবস্তের চেয়ে স্বচ্ছ, সুগঠিত, সুনির্দিষ্ট : অ্যাটর্নি জেনারেল
ইতালিতে সাংবাদিকের গাড়িতে বোমা হামলা
মিয়ানমারে ‘পরিবর্তনের জন্য চাপ’ দিতে হবে আসিয়ানকে : ইইউ 
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই কাল থেকে সাইট ব্লক
বিষণ্নতায় আক্রান্ত কিশোর-কিশোরীদের প্রতি বাবা-মায়ের বেশি মনোযোগী হওয়া জরুরি
পিরোজপুরে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস
১০