কুমিল্লায় টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৮
বৃহস্পতিবার কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

কুমিল্লা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, বাংলাদেশ স্কাউট কুমিল্লার উপ-পরিচালক মো. শামীমুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক কুদরুত উল্লাহ এবং ইউনিসেফ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের এসবিসি কর্মকর্তা মো. আব্দুল জলিল।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া জাফরিন আনসারী, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার সহকারী পরিচালক মো. সোহরাওয়ার্দী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মাহমুদ, জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম, পিআই পরিদর্শক মো. গোলাম ফারুকসহ অন্যরা।

কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি ভয়াবহ জলবাহিত রোগ। সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পাশাপাশি সময়মতো টিকা গ্রহণ করলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তারা বলেন, স্কাউট ও গার্লস গাইডরা সমাজে সচেতনতা তৈরির অগ্রণী বাহিনী হিসেবে কাজ করতে পারে। এজন্য টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে তাদের সম্পৃক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার 
ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : ফরিদা আখতার
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আগামীকাল
গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশ, ১১ যুবক থানায় সোপর্দ
রোববার থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ
খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
১০