দুর্গাপূজাকে ঘিরে কচুয়ায় প্রচুর সুপারি সরবরাহ

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৪
দুর্গাপূজায় নাড়ু, লাবড়ার সঙ্গে বাড়তি আয়োজন থাকে পানের, এ উৎসবকে কেন্দ্র করে কচুয়া উপজেলা সদরের কচুয়া বাজারে সুপারির সরবরাহ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ছবি : বাসস

।। আজাদ রুহুল আমিন।।

বাগেরহাট, ২৫ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। এ নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে নানা আয়োজন। প্রতিমাকে সাজানোর পাশাপাশি চলছে ভোজনের ব্যবস্থা। পূজায় নাড়ু, লাবড়ার সঙ্গে বাড়তি আয়োজন থাকে পানের। এ উৎসবকে কেন্দ্র করে কচুয়া উপজেলা সদরের কচুয়া বাজারে প্রচুর সুপারি সরবরাহ করা হয়ে। গত ৩ বছরের তুলনায় অধিক ফলন হওয়ায় বাজারে চলছে সুপারির সমাহার। এতে খুশি বাগান মালিকরা।

তারা বলছেন, পূজায় কেনাকাটা, বাড়িতে অতিথি আপ্যায়ন ও মণ্ডপে ঘুরতে গিয়ে আয়েশ করে পান চিবানোর সময় এখন। তাদের কথা ভেবে বাজারে বেড়েছে সরবরাহ।  

জানা গেছে, ২৩১টি ভালোমানের সুপারিকে স্থানীয়ভাবে এক কুড়ি সুপারি বলা হয় যার বাজারমূল্য  ৮০০ টাকা। তবে আজকে প্রচুর সরবরাহ হওয়ায় এই এক কুড়ি সুপারির দাম ৫০০ টাকা। ভাদ্র মাস থেকে আগামী ফাল্গুন মাস পর্যন্ত চলবে সুপারির এ কেনাবেচা। 

আন্ধারমানিক গ্রামের কালিপদ মন্ডল ৭ কাঠা জমি জুড়ে সুপারির বাগান করেছেন। অধিক ফলন হওয়াতে তিনি খুব খুশি। সুপারি বিক্রি করে পূজার কেনাকাটা করবেন বলে বাসসকে জানান।

১০ বছর ধরে বারুইখালি গ্রামের প্রবাস চন্দ্র সাহা সুপারির চাষ করছেন। তিনি জানান, এবার অধিক ফলন হয়েছে পর্যাপ্ত ও পরিমিত বৃষ্টির কারণে। এবার ব্যবসা ভালো হবে।

বেমরতা বিজয়পুর গ্রামের সুবোধ ঘরামি ৪০ বছর ধরে সুপারি ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বলেন, এখন দাম কমলেরও পরের সপ্তাহে সুপারির দাম আবার বাড়বে আশা করি।  

কচুয়া কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী জানান, ইতোমধ্যে কচুয়ায় সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার যে হাট বসে তাতে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ৮ থেকে ১০ টি ট্রাক যাচ্ছে যা দু সপ্তাহ পরে ২০ থেকে ৩০ টি ট্রাকে পৌছাবে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান জানান, বাগেরহাট জেলার মধ্যে একমাত্র সুপারির বড় মোকাম কচুয়া ও বাধাল বাজার। এখানকার সুপারি শঠিবাড়ি, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, চট্রগ্রামে প্রতিদিন ট্রাকভর্তি করে ব্যাবসায়ীরা নিয়ে যাচ্ছেন অধিক মুনাফা লাভের আশায়। এবার সুপারির অধিক ফলন হওয়ায় বাজারে প্রচুর সরবরাহ রয়েছে। পূজা উৎসব এবার ঘটা করে অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে উপজেলার ৪৪ টি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত পাহারায় নিয়োজিত থাকছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় জেলি পুশকৃত ৩৮ মণ চিংড়ি ধ্বংস
বাগেরহাটের স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আখ চাষ
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা
পূর্বাচলে ডিএমপির পুলিশ ব্যারাক উদ্বোধন
মেক্সিকাতে বন্যায় ৭০ জনের মৃত্যু; বন্যার্তদের সহায়তায় নেমেছে ন্যাশনাল গার্ড
জুলাই সনদ অতীতের যেকোনো বন্দোবস্তের চেয়ে স্বচ্ছ, সুগঠিত, সুনির্দিষ্ট : অ্যাটর্নি জেনারেল
ইতালিতে সাংবাদিকের গাড়িতে বোমা হামলা
মিয়ানমারে ‘পরিবর্তনের জন্য চাপ’ দিতে হবে আসিয়ানকে : ইইউ 
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই কাল থেকে সাইট ব্লক
বিষণ্নতায় আক্রান্ত কিশোর-কিশোরীদের প্রতি বাবা-মায়ের বেশি মনোযোগী হওয়া জরুরি
১০