ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১

চট্টগ্রাম উত্তর (ফটিকছড়ি), ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে গোসল করতে নেমে পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মো. নাহিদুল ইসলাম (১৫) উপজেলার বাগান বাজার ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার কামাল উদ্দীনের ছেলে। বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল সে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্কুল ছুটির পর নাহিদ সহপাঠীদের সঙ্গে স্কুলের পাশে একটি পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে বাকিরা উঠে গেলেও নাহিদ উঠতে পারেনি। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। তারা বিষয়টি দ্রুত সবাইকে জানায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা পুকুরে নেমে নাহিদের মরদেহ উদ্ধার করে।

বাগান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ ইমাম উদ্দীন নূরী জানান, বিকেলে ৫-৬ ছাত্র পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। নাহিদ পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে মৃত উদ্ধার করে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ
ইঞ্জিনিয়ার পড়ে চাকরি না করে সফল উদ্যোক্তা হলেন কানিজ ফাতেমা
১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
১০