বরিশালে দুর্গাপূজার সব প্রস্তুতি সম্পন্ন

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৩
বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ কথা বলেন। ছবি: বাসস

বরিশাল, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বরিশালে। একদিন পর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজসজ্জা কাজ শেষ হয়েছে।

দুর্গোৎসবকে কেন্দ্র করে মহানগরীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে র‌্যাব।

সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে আজ শুক্রবার বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা। সকালে নগরীর নতুন বাজার শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন করেন র‌্যাব ৮ এর সদস্যরা।

এ সময় এক সংবাদ সম্মেলনে র‌্যাব ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, সকলে যাতে নিরাপদে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষে বরিশালে র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। টহল, গোয়েন্দা নজরদারী, ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। সাইবার মনিটরিং করা হচ্ছে পাশাপাশি স্যোসাল মিডিয়াকে নজরদারির মধ্যে রেখা হয়েছে।  

এ বছর বিভাগে ২ হাজার ১২৩টি, জেলায় ৬৪০টি ও মহানগরীতে ৪৭টি মণ্ডপে দুর্গাপূর্জা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার
সার্ক পুনরুজ্জীবনে জোরালো আহ্বান প্রধান উপদেষ্টার
জাতিসংঘে ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি ও সংস্কার তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি: প্রধান উপদেষ্টা
‘সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হই’ : মাটিরাঙায় সম্প্রীতি সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আহ্বান
নির্বাচনে যদি কোন দলকে সুবিধা দেয়া হয়, জনগণ মেনে নেবে না : রিজভী 
নারীর ক্ষমতায়ন সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা
ইসরাইলি বসতিতে কার্যক্রম চালানো ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ করল জাতিসংঘ
রোহিঙ্গা সংকট: স্থায়ী সমাধান ও তহবিল বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার
অবৈধ সম্পদ সংরক্ষণকারী দেশকে পাচারকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
১০