বরিশালে দুর্গাপূজার সব প্রস্তুতি সম্পন্ন

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৩
বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ কথা বলেন। ছবি: বাসস

বরিশাল, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বরিশালে। একদিন পর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজসজ্জা কাজ শেষ হয়েছে।

দুর্গোৎসবকে কেন্দ্র করে মহানগরীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে র‌্যাব।

সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে আজ শুক্রবার বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা। সকালে নগরীর নতুন বাজার শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন করেন র‌্যাব ৮ এর সদস্যরা।

এ সময় এক সংবাদ সম্মেলনে র‌্যাব ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, সকলে যাতে নিরাপদে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষে বরিশালে র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। টহল, গোয়েন্দা নজরদারী, ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। সাইবার মনিটরিং করা হচ্ছে পাশাপাশি স্যোসাল মিডিয়াকে নজরদারির মধ্যে রেখা হয়েছে।  

এ বছর বিভাগে ২ হাজার ১২৩টি, জেলায় ৬৪০টি ও মহানগরীতে ৪৭টি মণ্ডপে দুর্গাপূর্জা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিপাইনে ভূমিকম্পের আঘাত 
প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে সুনামগঞ্জে ২৯ অক্টোবর মেধা যাচাই পরীক্ষা
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
জেলেনস্কি সফরের আগে পুতিনের সাথে আলাপ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প
এইচএসসিতে উত্তীর্ণ হওয়ায় গুমের শিকার হিরুর কন্যাকে তারেক রহমানের শুভেচ্ছা
প্রধান উপদেষ্টার মন্তব্য দাবিতে ভিডিও ছড়িয়ে গুজব সৃষ্টির অপচেষ্টা 
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
১০