হবিগঞ্জে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:১০
ছবি : সংগৃহীত

হবিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করেছে।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় বিজিবি’র একটি দল এ অভিযান চালায়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা অভিনব কৌশল অবলম্বন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। আটক ট্রাকটি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে পণ্য পাচারের পরিকল্পনা করা হয়েছিল।

এ প্রসঙ্গে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “চোরাকারবারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি সবসময় কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করবে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জব্দকৃত ট্রাক ও ভারতীয় জিরা হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের করা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসেই ৫৫ বিজিবি’র চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিপাইনে ভূমিকম্পের আঘাত 
প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে সুনামগঞ্জে ২৯ অক্টোবর মেধা যাচাই পরীক্ষা
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
জেলেনস্কি সফরের আগে পুতিনের সাথে আলাপ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প
এইচএসসিতে উত্তীর্ণ হওয়ায় গুমের শিকার হিরুর কন্যাকে তারেক রহমানের শুভেচ্ছা
প্রধান উপদেষ্টার মন্তব্য দাবিতে ভিডিও ছড়িয়ে গুজব সৃষ্টির অপচেষ্টা 
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
১০