পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩

পঞ্চগড়, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার আটোয়ারী উপজেলায় ট্রাক্টরের চাপায় চিকন লাল বর্মণ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারি বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত চিকন লাল উপজেলার ধামোর ইউনিয়নের লতিঝাড়ি কনপাড়া গ্রামের মৃত হরিপ্রসাদের পুত্র।

প্রত্যক্ষদর্শী রণজিৎ কুমার রায় জানান, শুক্রবার বিকেলে আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে দল নিয়ে ট্রাক্টরে করে ফিরছিলেন পঞ্চগড় সদর উপজেলার শেখপাড়া এলাকার খেলোয়াড়েরা। গাড়িতে খেলোয়াড়সহ প্রায় ২০ থেকে ২৫ জন ছিল। খেলায় জয়লাভ করে বেপরোয়া গতিতে ট্রাক্টর গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন তারা। শিকটিহারি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয় ট্রাক্টরটি। এতে সড়কের ধারে ছিটকে পড়েন তারা। সাথে থাকা চিকন লাল বর্মমের স্ত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণ। তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টর রেখে চালক পালিয়ে যায়। পরে বারঘাটি পুলিশের তদন্ত কেন্দ্র ট্র্যাক্টরটিকে জব্দ করেছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০