চিতলমারীতে পূজামণ্ডপ ঘুরে দেখলেন বিএনপি নেতা

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯
ছবি : বাসস

বাগেরহাট, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট-১ আসনের সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার এডভোকেট মাসুদ রানা।

শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি একাধিক মন্দিরে গিয়ে পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সন্ধ্যা ৭টার দিকে তিনি প্রথমে পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্যামা মন্দির পরিদর্শন করেন। পরে রাত ৯টার দিকে চরবানিয়ারী পশ্চিমপাড়া চন্ডিভিটা মন্দিরে উপস্থিত হয়ে প্রতিমা নির্মাণের কাজ ঘুরে দেখেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এবার একটি মণ্ডপে দুই শতাধিক প্রতিমা স্থাপন করা হয়েছে। যা পঞ্চপল্লী মন্দিরের ইতিহাসে এই প্রথম।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো. ফজলুল হক, সাবেক যুগ্ম সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট অসীম কুমার সমাদ্দার, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ বালা শুভসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় মন্দির কমিটির সভাপতি প্রভাষক গৌতম কুমার মণ্ডল, যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ, সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক খোকন বালা, উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়, সুকুমার বিশ্বাস, হিমাংশু হালদারসহ অন্যরা অতিথিদের স্বাগত জানান এবং শ্রীশ্রী দুর্গা, বিষ্ণু, শিব, শ্রীরাম, রাধাকৃষ্ণ, মা মনসা ও মা কালীসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা প্রদর্শন করেন।

পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপদ সহাবস্থানে বিশ্বাসী।’ সভায় রুনা গাজী, এডভোকেট মো. ফজলুল হক, আহসান হাবীব ঠান্ডু, এডভোকেট অসীম কুমার সমাদ্দার, এডভোকেট বলাই চাঁদ বিশ্বাস, সুভাষ বালা শুভ ও জহরলাল সরকার বক্তব্য দেন।

আলোচনা শেষে অতিথিরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট স্থানীয়দের মধ্যে বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০