জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৮ আপডেট: : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের বিষয়ে দাবী-আপত্তি গ্রহণে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ পর্যন্ত ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে আবেদন করেছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৩টি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। এই সংস্থাগুলোর নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য ইতোমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত তালিকার ৭৩টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে যদি কারো কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকে, তবে তা লিখিতভাবে জানাতে হবে। আপত্তি জানানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর ২০২৫। নির্ধারিত সময়ের মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর আপত্তি জমা দিতে হবে।

আপত্তি দাখিলের ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করেছে ইসি। আপত্তিকারীকে তার নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি অভিযোগের স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদি সংযুক্ত করতে হবে এবং ছয় কপি আপত্তিপত্র জমা দিতে হবে। পরবর্তীতে এসব আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে কমিশন যে সিদ্ধান্ত দেবে, সেটিই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের সময় দেশি-বিদেশি পর্যবেক্ষকরা ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করে থাকেন। তাদের রিপোর্ট দেশের ভেতরে ও বাইরে নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিবন্ধনের আগে খুঁটিনাটি যাচাই-বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে পর্যবেক্ষক সংস্থার ভূমিকা বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশের নির্বাচনগুলোতেও বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অংশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। এবারের নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে ইসি পুরো প্রক্রিয়াটি উন্মুক্ত ও স্বচ্ছভাবে পরিচালনা করছে।

৭৩টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার বিস্তারিত তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (িি.িবপং.মড়া.নফ) পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
১০