রাজশাহীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ২০

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬
ছবি: বাসস

রাজশাহী, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহীর পবা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাজল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। 

নওহাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনের রাজশাহী-নওগাঁ মহাসড়কে শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের নিপেন চন্দ্রের ছেলে। কাজল রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তথ্য নিশ্চিত করে আরএমপির পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, নওগাঁ থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে নওগাঁগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কের উপর উল্টে যায়। এতে অন্তত ২০ জনের বেশি আহত হন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

রামেক হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, মান্দার কুসুম্বা গ্রামরে বকুলের স্ত্রী উশা (৩৫), তার ছেলে তুষার (১০), নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার রফিকুল ইসলামের স্ত্রী শিউলি খাতুন (৪০), তার মেয়ে রুমানা খাতুন (১৪) এবং পাবনার ইশ্বরদী থানার মুলডিলা গ্রামের আব্দুল মতিনের ছেলে বাসচালক জমিরুল ইসলাম (৫৫)।
নিহত কাজলের বন্ধু সৌরভ দাস জানান, তারা দুইজন পাশাপাশি সিটে বসা ছিলেন। বাস উল্টে যাওয়ার কাজল নিচে পড়ে যায়। এতে সে চাপা পড়ে মারা যায়।  

ওসি মনিরুল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
বাকৃবিতে বিএফআরআই-এর গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য সচিবের
পঞ্চগড়ে মাঝে মধ্যে উঁকি দিচ্ছে অপরূপ কাঞ্চনজঙ্ঘা
মহাষষ্ঠীর মধ্যদিয়ে ঝিনাইদহে দুর্গোৎসব শুরু
দোহা কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
দৌলতপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি
ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বিশ্ব জলাতঙ্ক দিবসে হবিগঞ্জে আলোচনা সভা 
বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের মতবিনিময়
১০