শেরপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নাঈম

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২
ফায়ার ফাইটার নাঈম। ছবি: বাসস

শেরপুর, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): গত সোমবার গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নেভাতে যান টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) ও তার দল। আগুন নেভানোর এক পর্যায়ে অপর দুই সহযোগীকে আগুনের হাত থেকে রক্ষা করতে গেলে রাসায়নিক বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন ফায়ার ফাইটার নাঈম। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়।

পরে তাকে জাতীয় বার্ণ ইউনিটে ভর্তি করা হলে শনিবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।

নাঈমের মৃত্যুর খবর জেনে তার গ্রামের বাড়ি শেরপুরের নকলার লাভা গ্রামের খন্দকার পাড়ায় তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। শনিবার রাত ৯টায় জান্নাতুল নাঈমকে বহনকারী ফ্রিজিং গাড়ি লাভার খন্দকার পাড়ায় প্রবেশ করলে, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

নাঈমকে ময়মনসিংহের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মহাপরিচালকের পক্ষে দেওয়া হয় শ্রদ্ধাঞ্জলি। রাত দশটায় জানাজা নামাজ শেষে খন্দকার বাড়ির পারিবারিক গোরস্থানে চির নিদ্রায় শায়িত হন ফায়ার ফাইটার নাঈম।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ আগস্ট খন্দকার জান্নাতুল নাঈম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। চাকরি জীবনে স্টেশন অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম ও সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
বাকৃবিতে বিএফআরআই-এর গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য সচিবের
পঞ্চগড়ে মাঝে মধ্যে উঁকি দিচ্ছে অপরূপ কাঞ্চনজঙ্ঘা
মহাষষ্ঠীর মধ্যদিয়ে ঝিনাইদহে দুর্গোৎসব শুরু
দোহা কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
দৌলতপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি
ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বিশ্ব জলাতঙ্ক দিবসে হবিগঞ্জে আলোচনা সভা 
বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের মতবিনিময়
১০