রাঙ্গামাটিতে ‘নতুন কুঁড়ি’র অডিশন সম্পন্ন

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮
রাঙ্গামাটিতে নতুন কুঁড়ির চট্টগ্রাম-২ অঞ্চলের প্রাথমিক বাছাইপর্ব সম্পন্ন। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ির চট্টগ্রাম-২ অঞ্চলের প্রাথমিক বাছাইপর্ব সম্পন্ন হয়েছে।

২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর, পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হল রুমে অনুষ্ঠিত বাছাইপর্বে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শত শত প্রতিযোগী অংশ নেয়।

দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারকমণ্ডলীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিটিভির নিয়ন্ত্রক (ক্যামেরা) মো. শহিদুল ইসলাম, বিজ্ঞাপন নির্বাহী মো. সিদ্দিকুর রহমান, প্রযোজক উম্মে হাবিবা দীনা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) সহকারী পরিচালক মো.শরীফুল ইসলাম।

এই অঞ্চলের বাছাইপর্বে তিন পার্বত্য জেলার মোট ২৪৩ জন শিশু-কিশোর রেজিস্ট্রেশন করে। এর মধ্যে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৫৪ জন প্রতিযোগী মঞ্চে পারফর্ম করেন এবং বিভিন্ন বিষয়ে ১১১ জন প্রতিযোগী বিচারকদের কাছ থেকে ‘ইয়েস-কার্ড’ অর্জন করে।

ইয়েস-কার্ড পাওয়া প্রতিযোগীরা আগামীতে বিভাগীয় পর্যায়ের বাছাইপর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।

খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির নানা প্রান্ত থেকে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বাছাইপর্ব প্রাঙ্গণ এক উৎসবে পরিণত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
১০