জলাতঙ্ক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও সভা

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮
চুয়াডাঙ্গায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সরকারি কলেজ রোড ঘুরে আবার একইস্থানে গিয়ে শেষ হয়। পরে দপ্তরের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. আ হা ম শামিমুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। চুয়াডাঙ্গা ছাগল উন্নয়ন খামারের ব্যবস্থাপক সাদ্দাম হোসেন কি নোট উপস্থাপন করেন। এতে বলা হয়, জলাতঙ্ক হলো একটি মারাত্মক ও প্রাণঘাতী ভাইরাল রোগ। এটি স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে। আক্রান্ত প্রাণীর লালা এবং তরল পদার্থের মধ্যে থাকে। বেজি, কুকুর, বিড়াল, শিয়াল, বাদুড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর ৪/৫ লাখ মানুষ এসব প্রাণী দ্বারা আত্রান্ত হয়। সরকার ২০৩০ সালের মধ্যে দেশে জলাতঙ্ক নির্মূলের জন্য কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা হাদি জিয়া উদ্দিন আহমেদ। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন জেলা ভ্যাটেরিনারি কর্মকর্তা ডা.আতিবুর রহমান।

এছাড়া বক্তব্য দেন জীবননগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম ,  চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, খামারি মতিউর রহমান, বখতিয়ার হামিদ, মোস্তাক আহমেদ প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডা. এস এম মাহামুদুল হক।

প্রধান অতিথি ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ বলেন, জলাতঙ্ক রোগকে কিভাবে নির্মূল করতে হবে সেটা আমাদের ভাবতে হবে। বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাক্সিনেশনের আওতায় আনতে হবে। জলাতঙ্ক রোগ হলে মৃত্যু নিশ্চিত। গত বছর দেশে ১৫০ জন জন মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
১০