বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬
বরিশাল মহানগর বিএনপির ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

বরিশাল, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর টাউন হলে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য নওশাদ নান্টু, আরিফুর রহমান বাবু, দুলাল গাজী, নুরুল ইসলাম পনির, এডভোকেট সাইদ খোকন প্রমুখ।

সভায় বক্তব্য দেন ১ নং ওয়ার্ড বিএনপির সাইদুর আলম খান, ৪ নং ওয়ার্ড বিএনপির আলম সিকদার, ৭ নং ওয়ার্ড বিএনপির মোরশেদ আলম কচি, ৬ নং ওয়ার্ড বিএনপির মোস্তাফিজুর রহমান রাঙ্গু, ১৩ নং ওয়ার্ড বিএনপির মতিউর রহমান মিঠু, ২২ নং ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, ২১ নং ওয়ার্ড বিএনপির জাহিদুর রহমান সমির, ১৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক গেলাম হায়দার মামুন, ২৫ নং ওয়ার্ড বিএনপির আবেদ মোল্লা, ১৫ নং ওয়ার্ড বিএনপির রফিকুল ইসলাম রফিক, ছাত্রদলের আশিক হাওলাদার, ১৪ নং ওয়ার্ড বিএনপির রুম্মান সিকদার, ২৮ নং ওয়ার্ড বিএনপির সুলতান শরীফ এবং ১৯ নং ওয়ার্ড বিএনপির মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা জনগণের সমর্থন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১৬ বছর পর ঠাকুরগাঁওয়ের রসিক রায় জিউ মন্দিরে দুর্গোৎসব
ঝড়ের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ভিয়েতনাম
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৫১২ মামলা
নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের টিকিট বিক্রি শেষ
রাজবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
উজবেকিস্তানে জনশক্তি রপ্তানির দিকে নজর বাংলাদেশের
৩১ দফার পক্ষে জনসমর্থন আদায়ে বাউফলে মতবিনিময় বিএনপির
বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও  নবায়ন কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গোৎসব শুরু, আজ ষষ্ঠী
১০