দৌলতপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০১
দৌলতপুরে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত। ছবি: বাসস

মানিকগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলার দৌলতপুরে বিএনপি, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। তিনি বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে।

আকবর হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনায় রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। যার মূল লক্ষ্য গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতির প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর দেশে উন্নয়নের নামে লুটপাট, দমননীতি ও গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই অন্ধকার থেকে জাতিকে মুক্তি দিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবে বলেও দাবি তার।

বিএনপির এই নেতা আরও বলেন, নারীরা আজ আর ঘরে সীমাবদ্ধ নন, তারা সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে রয়েছেন। তাই ধানের শীষকে বিজয়ী করতে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তিনি বলেন, বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য। এর মাধ্যমে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশের শুভ পরিবর্তন ঘটাতে চাই। তবে এই পরিবর্তন জাদু নয় যে বলামাত্র হয়ে যাবে। এজন্য জনগণের আস্থা ধরে রাখা জরুরি। আর সেজন্য নিজেদের মন-মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিউল আলম বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন, শিবালয় উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মহিদুর রহমান, মরহুম খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর ছেলে রোমান খোন্দকার জুনিয়র, জেলা কৃষক দলের সদস্য আবুল কালাম আজাদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি কে.এম. চানমিয়া মাস্টার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০