দোহা কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১১ আপডেট: : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৬
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইউএনজিএ’র ৮০তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকের ফাঁকে শুক্রবার নিউইয়র্কে এলডিসিভুক্ত দেশগুলোর মন্ত্রীপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চলমান বৈশ্বিক সংকটে স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) মারাত্মক চাপের মুখে রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দোহা কর্মপরিকল্পনা (ডিপিওএ) দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকের ফাঁকে শুক্রবার নিউইয়র্কে এলডিসিভুক্ত দেশগুলোর মন্ত্রীপর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান। 

জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ওই বৈঠকের বিষয়ে পাওয়া বার্তায় আজ এ তথ্য জানানো হয়।

তৌহিদ হোসেন বলেন, ‘অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীল ঋণের বোঝাসহ বহুমুখী সংকটের তীব্র চাপ বহন করছে এলডিসি দেশগুলো। এই দেশগুলোর টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য নির্ধারিত সময়ের মধ্যে দোহা কর্মসূচির পূর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি এবং এলডিসি তালিকা থেকে টেকসই উত্তরণের সুযোগ সৃষ্টিতে স্বল্পোন্নত দেশগুলোর প্রতি সহযোগিতা আরও জোরদার করতে হবে।’

তিনি আশ্বাস দিয়ে বলেন, দোহা কর্মসূচি কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি বাস্তবে যেন ফলপ্রসূ হয় এবং লাখো মানুষের জীবনে দৃশ্যমান উন্নয়ন বয়ে আনে, সে লক্ষ্যে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০