আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৩
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

সাতক্ষীরা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : “তথ্য আমার অধিকার, জানা আছে কি তোমার?” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে আজ রোববার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মুনতাসির বিল্লাহ, ফিফার সাবেক রেফারি তৈয়্যব শামসুজ্জামান বাবু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রশাসন ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে। নাগরিকরা যদি তথ্য পাওয়ার অধিকার যথাযথভাবে ব্যবহার করেন, তবে দুর্নীতি হ্রাস পাবে এবং সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। প্রশাসন থেকে শুরু করে সকল দপ্তরে তথ্য প্রদানে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। এতে করে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

বক্তারা আরো বলেন, তথ্যের অবাধ প্রবাহ একটি গণতান্ত্রিক সমাজ গঠনের প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। তারা যদি শৈশব থেকেই তথ্যের গুরুত্ব বুঝে ওঠে তবে ভবিষ্যৎ প্রজন্ম হবে জবাবদিহিতাপূর্ণ সমাজ নির্মাণে অগ্রণী। 

বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতে তথ্য অধিকার আইনকে আরও জনপ্রিয় করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দেন।

আলোচনা সভার আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০