ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গোৎসব শুরু, আজ ষষ্ঠী

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২
ব্রাহ্মণবাড়িয়ায় ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু। ছবি: বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুরু হয়েছে। শ্বশুরবাড়ি কৈলাস (স্বর্গলোক) থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন। এবার দেবী দূর্গা আসছেন গজে (হাতি) করে। বিদায় নেবেন দোলায় (পালকি)।

আজ রোববার পূর্বাহ্নে (সকাল ৯টা ৫৮ মিনিটের আগে) দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা হয়। সায়ংকালে (সন্ধ্যায়) হবে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস।

পুরাণে আছে, অসুরশক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুরশক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা।

শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছিল গত ২১ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়েছিল। আর আজ দুর্গাষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হলো। কাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমী।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন জানান, এবার জেলার ৯ উপজেলায় ৫৭৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি যৌথ বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। সব উপজেলার প্রতিটা মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
১০