বরিশাল, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বরিশাল সদর উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবারের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন, যুবদলের সাবেক সহ সভাপতি ও নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির টিম লিডার মো: শহিদুল্লাহ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ও নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির সহ টিম লিডার মো: ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত¦ করেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু। সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।