সার সরবরাহ নিশ্চিতে লালমনিরহাটে কড়া নজরদারি

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২
লালমনিরহাট সদরের বিভিন্ন ইউনিয়নে বিশেষ নজরদারি কার্যক্রম চালাচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। ছবি: বাসস

লালমনিরহাট, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কৃষকদের সারের সংকট নিরসনে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় লালমনিরহাট সদরের বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন বিশেষ নজরদারি কার্যক্রম চালাচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তারা।

জানা গেছে, সদর উপজেলার বড়বাড়ী, মহেন্দ্রনগর, মোগলহাট, কুলাঘাট, রাজপুর, পঞ্চগ্রাম ও গোকুন্ডা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনার সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খন্দকার বলেন, আমরা এ পর্যন্ত মোট ১৯৩ বস্তা সার জব্দ করতে সক্ষম হয়েছি। গত শুক্রবার সদর উপজেলার কুলাঘাট বিজিবি চেকপোস্ট এলাকায় পাচারের সময় এসব সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে ১৪২ বস্তা ইউরিয়া ও ৫১ বস্তা ডিএপি ছিল। পরবর্তীতে সারগুলো বিজিবির কুলাঘাট বিশেষ ক্যাম্পে সংরক্ষণ করা হয় এবং নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, কৃষকদের সারের সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় প্রতিদিনই নজরদারি কার্যক্রম চালাচ্ছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইফুল আরিফিন বলেন, চাষিদের প্রয়োজনীয় সার সঠিক সময়ে নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। পাচার প্রতিরোধে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০