সার সরবরাহ নিশ্চিতে লালমনিরহাটে কড়া নজরদারি

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২
লালমনিরহাট সদরের বিভিন্ন ইউনিয়নে বিশেষ নজরদারি কার্যক্রম চালাচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। ছবি: বাসস

লালমনিরহাট, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কৃষকদের সারের সংকট নিরসনে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় লালমনিরহাট সদরের বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন বিশেষ নজরদারি কার্যক্রম চালাচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তারা।

জানা গেছে, সদর উপজেলার বড়বাড়ী, মহেন্দ্রনগর, মোগলহাট, কুলাঘাট, রাজপুর, পঞ্চগ্রাম ও গোকুন্ডা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনার সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খন্দকার বলেন, আমরা এ পর্যন্ত মোট ১৯৩ বস্তা সার জব্দ করতে সক্ষম হয়েছি। গত শুক্রবার সদর উপজেলার কুলাঘাট বিজিবি চেকপোস্ট এলাকায় পাচারের সময় এসব সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে ১৪২ বস্তা ইউরিয়া ও ৫১ বস্তা ডিএপি ছিল। পরবর্তীতে সারগুলো বিজিবির কুলাঘাট বিশেষ ক্যাম্পে সংরক্ষণ করা হয় এবং নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, কৃষকদের সারের সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় প্রতিদিনই নজরদারি কার্যক্রম চালাচ্ছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইফুল আরিফিন বলেন, চাষিদের প্রয়োজনীয় সার সঠিক সময়ে নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। পাচার প্রতিরোধে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
১০