সুনামগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে সুনামগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র্যাট ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। এছাড়া বক্তব্য দেন জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ।