বাগেরহাট, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ স্লোগানে যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয় এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে যুব প্রশিক্ষণ অডিটরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি কো-অর্ডিনেটর, যুব প্রশিক্ষণ কেন্দ্র, বাগেরহাটের দোয়ান মুহাম্মাদ আবুজার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের মো. আব্দুল কাদের।
অনুষ্ঠানে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশিক্ষণ সংক্রান্ত মতামত তুলে ধরেন।