রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫০
ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

সভায় জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তার, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য ও রাঙ্গামাটি রাজবন বিহারের সহ-সভাপতি নিরূপা দেওয়ান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে যাতে কোনো রকম সাম্প্রদায়িক উস্কানি বা গুজব ছড়ানো না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক বিনষ্টকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডিসি বলেন, আজ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। এই  দুর্গোৎসবে রাঙ্গামাটির ৪৬টি মণ্ডপে প্রশাসনের সর্বাত্মক নজরদারি রয়েছে। এছাড়া আগামী ৬ তারিখে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা উৎসবকে ঘিরে রাঙ্গামাটি জেলার বিভিন্ন বিহারে প্রবারণা উৎসব অনুষ্ঠিত হবে। এসব ধর্মীয় উৎসব যাতে আনন্দঘন পরিবেশে পালিত হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।

সভায় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে একটি মহল পাহাড়কে অশান্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি আমাদের নজরদারিতে রয়েছে। রাঙ্গামাটিতে গুজব সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ  পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাঙ্গামাটি রাজবন বিহারের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
ড্যাপ সংশোধন ও ঢাকা মহানগর ভবন নির্মাণ বিধিমালা-২০২৫ খসড়ার নীতিগত অনুমোদন
জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে এক গুণগত পরিবর্তনের সূচনা: মান্না
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় ফিরছে আফগানিস্তান
দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের
সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত
ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি : চসিক মেয়র
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে জরিমানা
শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি
পিরোজপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, সিলগালা
১০