দিনাজপুরে পাট চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৭ আপডেট: : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭
পর্যাপ্ত বৃষ্টপাতের জন্য এবার পাট জাগ দেওয়া নিয়েও চাষিদের দুশ্চিন্তায় পড়তে হচ্ছেনা। ছবি : বাসস

।। রোস্তম আলী মন্ডল ।।

দিনাজপুর, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গত কয়েক বছর বাজারে পাটের দাম কম থাকায় হতাশ হয়ে পড়েন দিনাজপুরের চাষিরা। কিন্তু তাদের সুদিন ফিরতে শুরু করেছে। এ বছর ভালো দাম পাওয়ায় দিনাজপুরে পাট চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। আগামীতে পাটের বাজার দর ভালো থাকলে, উৎপাদন অনেক বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন জানান, চলতি বছর জেলায় ৭৬০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রতি হেক্টর জমিতে ১১ দশমিক ৯৩ বেল হিসাবে মোট ৯ হাজার ৬৬ দশমিক ৮ বেল নির্ধারণ করা হয়।

তিনি বলেন, দেশে বিগত সময়ে সোনালী আশঁ নামে খাত পাট একটি উন্নয়নশীল ফসল হিসেবে কৃষকরা চাষ করতো। কিন্তু বাজারে পাটজাত পণ্যের আগ্রহ কমে যাওয়ায়, পাট চাষে কৃষকদের আগ্রহ কমে যায়। কিন্তু বর্তমান সময়ে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের কদর বেড়েছে। তাই পাটের পর্যাপ্ত চাহিদা থাকায় এবারে কৃষকরা অর্জিত পাটের ভালো মূল্য পেয়েছেন।

জানা গেছে, চলতি বছর মৌসুমের শুরুতে মে মাসে জেলার ১৩ উপজেলার সদর, ফুলবাড়ী, বীরগঞ্জ, কাহারোল ও চিরিরবন্দর উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে ৫৭২ জন চাষিকে আধুনিক পাট চাষের পদ্ধতি বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাট চাষে আগ্রহ সৃষ্টি করতে কৃষি বিভাগ প্রশিক্ষণ দেওয়াসহ ১৩ উপজেলাতে ৩ হাজার ৮৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্য উন্নত জাতের পাটের বীজ ও রাসায়নিক সার বিতরণ করে। সেই বীজ যাতে কৃষকরা সঠিকভাবে চাষ করতে পারে, এজন্য কৃষি বিভাগ উপজেলা কৃষি দপ্তরের মাঠ কর্মীদের মাধ্যমে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। ফলে এবার পাট চাষে চাষিরা সফল হয়েছে বলে মনে করেন কৃষি কর্মকর্তা আফজাল হোসেন

চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের কৃষক আব্দুল জলিল জানান, গত কয়েক বছর পাট আবাদ করে ভালো দাম পাননি। অনেকেই পাট চাষ ছেড়ে অন্য ফসল আবাদে ঝুঁকে পড়ে। কয়েক বছর প্রতিমণ পাটের দাম এক হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছিল। এ বছর পাটের চাহিদা অনেকাংশে বেড়েছে। তাই পাটের দাম ভালো পাওয়া যাচ্ছে। এ বছর পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকা মণ দরে। কৃষকেরা বাজারে পাট নিয়ে গিয়ে সহজে বিক্রি করতে পারছেন। ভালো দাম পাওয়ায় কৃষকেরা খুব খুশি।

ফুলবাড়ী উপজেলার আলাদিপুর গ্রামের কৃষক ধীরেন্দ্র দেবনাথ জানান, পাটের ভালো দাম পাওয়ার পাশাপাশি জ্বালানি হিসেবে পাট খড়ির দাম আশানুরূপ পাওয়া যাচ্ছে। বর্তমানে প্রতি মণ পাট খড়ি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে পাট খড়ি বিক্রি করে কৃষকেরা বাড়তি আয় করতে পারছেন। এসব কারণে কৃষকেরা পাট চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষকরা মনে করছেন, পাট চাষে আবার সুদিন ফিরবে।  

বীরগঞ্জ উপজেলার ঝারবাড়ী গ্রামের পাটচাষি নাহিদ ইসলাম, আজিবর রহমান, ও মোজাম্মেল হকসহ কয়েকজন কৃষক বলেন, পাট চাষিদের চাহিদা অনুযায়ী দাম পাওয়া গেলে পাট চাষের সুদিন ফিরে আসবে। এ বছর পাটের ফলন ভালো হয়েছে এবং দাম ভালো পাওয়া যাচ্ছে। 

জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোলাইমান আলী বলেন, পাট খুবই সম্ভাবনাময় ফসল। অতীতে ব্যাপকভাবে পাট চাষ হয়েছে। কিন্তু নানা কারণে পরে চাষ কমেও গেছে। তবে এ বছর পাটের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা ভালো দাম পাচ্ছে। পাট চাষে আগ্রহ বাড়াতে এ বছর সরকারিভাবে উপজেলাগুলোতে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কঙ্গো প্রজাতন্ত্রে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন
লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাই নিহত
ইউজিসি’তে স্মারকলিপি দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল
বিশ্ব জলাতঙ্ক দিবসে নওগাঁয় ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন
ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালকে স্বাগত জানালো ইসরাইল
উন্নত জাতের ফুলকপি চাষে ঝুঁকছেন রাজশাহীর কৃষকরা
মুক্ত জলাশয়ের মাছ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে : ফরিদা আখতার
বরিশালে আগুনে পুড়ে ৬টি দোকান ছাই
চট্টগ্রামে নির্মাণাধীন ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা 
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৪
১০