লালমনিরহাটে যুবদলের স্বেচ্ছাশ্রমে সেতু সংযোগ সড়ক সংস্কার

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪০
ছবি: বাসস

লালমনিরহাট, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): লালমনিরহাটের কুলাঘাটের বনগ্রাম এলাকার রত্নাই নদীর সাবরিখানা ব্রিজের সংযোগ সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। কিন্তু তাদের বিপদে এগিয়ে এসেছেন জাতীয়তাবাদী  যুবদলের যুবারা।  

আজ রোববার দিনভর জেলা যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে সংযোগ সড়কটি সংস্কার করেছেন। এতে ভোগান্তির হাত থেকে মুক্তি মিলেছে হাজারো মানুষের। 

স্থানীয়রা জানান, এ বছর ভারী বর্ষণ ও অতি বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়ে। এতে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু সংযোগ সড়কটি সংস্কার করায় এখন দুর্ভোগ কমবে। 

সরেজমিনে দেখা গেছে, জেলা যুবদলের নেতাকর্মীরা কুলাঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভাটিবাড়ি থেকে বুমকা যাওয়ার রাস্তায় ইট, বালি ও বাঁশ দিয়ে ক্ষতিগ্রস্ত স্থানে মাটি ভরাটসহ দৃঢ় ভিত্তি নির্মাণ করছেন। 

জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী বলেন, আমাদের নেতাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে সড়কটি দ্রুত চলাচলের উপযোগী হয়।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিস জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যা-পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে এই সংস্কার কাজ পরিচালনা করা হচ্ছে। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আশাদুল হাবিব দুলুর দিকনির্দেশনায় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আগামীর বাংলা গঠনে সবসময় প্রস্তুত থাকব। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তান সিরিজের জন্য টি২০ দল ঘোষণা করল বিসিবি
বিডা ও জাইকা বিনিয়োগকারীদের জন্য চালু করল একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলাবিজ’
ক্রীড়াবিদদের ক্যারিয়ার নিয়ে অলিম্পিকের কর্মশালা অনুষ্ঠিত
পর্যটন ও টেকসই রূপান্তর : বাংলাদেশের প্রেক্ষাপট শীর্ষক- গোলটেবিল বৈঠক 
২৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নারী নির্যাতনকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সুপ্রদীপ চাকমা
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে হারানো স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার
নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
১০