চট্টগ্রামে নির্মাণাধীন ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। 

এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেন।

আলী ইমাম মজুমদার আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রকল্প এলাকায় যান এবং ঘুরে ঘুরে কাজের অগ্রগতি দেখেন। 

এসময় আলী ইমাম মজুমদার বলেন, আনোয়ারায় বর্তমানে এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি খাদ্য গুদাম আছে। নতুন করে ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার আরও একটি গুদাম নির্মাণ হচ্ছে। কাজের অগ্রগতি ভালো, আশা করি আগামী জুনেই কাজ শেষ হবে।

জানা গেছে ‘দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পের আওতায় চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলায় তিনটি খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুলাই মাসে।

এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস. এম. কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিসিসিআইয়ের নতুন সভাপতি মানহাস
আফগানিস্তান সিরিজের জন্য টি২০ দল ঘোষণা করল বিসিবি
বিডা ও জাইকা বিনিয়োগকারীদের জন্য চালু করল একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলাবিজ’
রাজবাড়ীতে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন
ক্রীড়াবিদদের ক্যারিয়ার নিয়ে অলিম্পিকের কর্মশালা অনুষ্ঠিত
পর্যটন ও টেকসই রূপান্তর : বাংলাদেশের প্রেক্ষাপট শীর্ষক- গোলটেবিল বৈঠক 
২৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নারী নির্যাতনকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সুপ্রদীপ চাকমা
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০