লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাই নিহত

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১

লালমনিরহাট, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের চাচা ও আরেক ভাই। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন নূর ইসলাম (৫৫)। পরে তাকে বাঁচাতে ছুটে যান তার ভাই দেলোয়ার হোসেন (৪৩)। কিন্তু তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর অপর ভাই ইয়াছিন আলী (৩৮) ও চাচা সিরাজুল ইসলাম তাদের উদ্ধার করতে গেলে তারাও আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা নূর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ইয়াছিন আলী ও সিরাজুল ইসলাম চিকিৎসাধীন আছেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক জানান, ‘চারজনের মধ্যে দুইজন হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। বাকিদের চিকিৎসা চলছে।’

স্থানীয়রা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিরাপদ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের জন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুল 
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত
১০