লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাই নিহত

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১

লালমনিরহাট, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের চাচা ও আরেক ভাই। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন নূর ইসলাম (৫৫)। পরে তাকে বাঁচাতে ছুটে যান তার ভাই দেলোয়ার হোসেন (৪৩)। কিন্তু তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর অপর ভাই ইয়াছিন আলী (৩৮) ও চাচা সিরাজুল ইসলাম তাদের উদ্ধার করতে গেলে তারাও আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা নূর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ইয়াছিন আলী ও সিরাজুল ইসলাম চিকিৎসাধীন আছেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক জানান, ‘চারজনের মধ্যে দুইজন হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। বাকিদের চিকিৎসা চলছে।’

স্থানীয়রা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিরাপদ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের জন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে এলএসডির ৩১৯ টন চাল ও ৪,২৭৮ বস্তা আত্মসাতের ঘটনায় দুদকের মামলা
যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বাস করছে: দুদু
দুর্গোৎসব শুরু, আগামীকাল সপ্তমী
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন 
জলমহাল দেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ : ভূমি সচিব
বিসিসিআইয়ের নতুন সভাপতি মানহাস
আফগানিস্তান সিরিজের জন্য টি২০ দল ঘোষণা করল বিসিবি
বিডা ও জাইকা বিনিয়োগকারীদের জন্য চালু করল একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলাবিজ’
রাজবাড়ীতে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন
ক্রীড়াবিদদের ক্যারিয়ার নিয়ে অলিম্পিকের কর্মশালা অনুষ্ঠিত
১০