দুদকের মামলায় বাবুল চিশতীর পরিবারসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর পরিবারের সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে সম্পদ গোপন, অবৈধ সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

আজ দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক জানায়, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর ২০২০ সালের ২৭ ডিসেম্বর দায়ের করা এক মামলার চার্জশিটে উল্লেখ করা হয়, আসামি মোহাম্মদ গোলাম রসুল এজাহারনামীয় অন্যান্যের সহায়তায় কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫৫ লাখ ৫৬ হাজার ৮৯৫ টাকার সম্পদ গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করেন। পাশাপাশি তিনি জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২৩ কোটি ৯০ লাখ ৯৩ হাজার ২৭৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখেন। এ ছাড়া, অবৈধ সম্পদের উৎস আড়াল করার উদ্দেশ্যে তা হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটিত করেন।

এই মামলার আসামিরা হলেন- বাবুল চিশতীর শ্যালক মোহাম্মদ গোলাম রসুল, মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী এবং মোস্তফা কামাল।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার চার্জশিটে অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও মানিলন্ডারিং করেছেন।

এই মামলায় আসামি করা হয়েছে— মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, তার মেয়ে রিমি চিশতী, ফারমার্স ব্যাংকের সাবেক সহকারী অফিসার মো. ফখরুজ্জামান, সাবেক ট্রেইনি সহকারী অফিসার রুহুল আমিন পলাশ, মো. কামরুজ্জামান এবং সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাসুদুর রহমান খানকে।

এ মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুল 
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত
১০