গ্যাস পাইপ ফেটে সাড়ে ১২ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬
ছবি: বাসস

টাঙ্গাইল, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাস সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে ১২ হাজার ৫ শত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০ টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কর্মীরা কাজ শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো। 

এ দিকে গ্যাস পাইপের উপর পল্লি বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করে যাচ্ছে। 

টাঙ্গাইল পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস লাইনের উপর বিদ্যুৎ খুঁটি ছিলো। দুর্ঘটনার পর সে খুঁটি সরানোর কাজ চলছে। বর্তমানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

এতে প্রায় সাড়ে ১২ হাজার গ্রাহক ও ১৫ টি গ্যাস স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ দিকে গ্যাস পাইপের উপর পল্লি বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করে যাচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুল 
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত
১০