গ্যাস পাইপ ফেটে সাড়ে ১২ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬
ছবি: বাসস

টাঙ্গাইল, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাস সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে ১২ হাজার ৫ শত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০ টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কর্মীরা কাজ শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো। 

এ দিকে গ্যাস পাইপের উপর পল্লি বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করে যাচ্ছে। 

টাঙ্গাইল পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস লাইনের উপর বিদ্যুৎ খুঁটি ছিলো। দুর্ঘটনার পর সে খুঁটি সরানোর কাজ চলছে। বর্তমানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

এতে প্রায় সাড়ে ১২ হাজার গ্রাহক ও ১৫ টি গ্যাস স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ দিকে গ্যাস পাইপের উপর পল্লি বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করে যাচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
ড্যাপ সংশোধন ও ঢাকা মহানগর ভবন নির্মাণ বিধিমালা-২০২৫ খসড়ার নীতিগত অনুমোদন
জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে এক গুণগত পরিবর্তনের সূচনা: মান্না
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় ফিরছে আফগানিস্তান
দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের
সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত
ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি : চসিক মেয়র
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে জরিমানা
শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি
পিরোজপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, সিলগালা
১০